ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির নেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ১২ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৪৫, ১২ আগস্ট ২০২৪
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির নেতারা

সোমবার বিকেল ৪টার একটু আগে বিএনপির প্রতিনিধিদলের সদস্যদের বহনকারী গাড়ি যমুনায় প্রবেশ করে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল।

সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টার একটু আগে বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদের বহনকারী গাড়ি যমুনায় প্রবেশ করে। 

বিএনপির প্রতিনিধিদলে আছেন—মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাহ উদ্দিন আহমেদ।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছেন। তারই অংশ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা যমুনায় গেছেন।

এমএ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়