ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্র রাজনীতিতে ‘বিদ্বেষ ও শত্রুতা’ ছড়িয়ে পড়ছে: ইশরাক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ২১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১০:৩৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫
ছাত্র রাজনীতিতে ‘বিদ্বেষ ও শত্রুতা’ ছড়িয়ে পড়ছে: ইশরাক

ইশরাক হোসেন। ফাইল ফটো

ছাত্র রাজনীতিতে ফের ‘বিদ্বেষ ও শত্রুতা’ ছড়িয়ে পড়ছে বলে সতর্কবার্তা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ বিষয়ে ছাত্র রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।

ফেসবুক পোস্টে বিএনপির এই নেতা লিখেছেন, “যথেষ্ট হয়েছে। ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য ক্যাম্পাস ভিত্তিক আধিপত্য বিস্তার হতে পারে না, সেটা হোক গোপনে অথবা প্রকাশ্যে। ছাত্র রাজনীতির অঙ্গনে ইতিমধ্যেই একটা বিদ্বেষ ও শত্রুতা ছড়িয়ে পড়ার আলামত দেখতে পাচ্ছি। ১৬ বছর এগুলা সহ্য করার পর এখন এগুলা দেখতে চাই না।”

তিনি আরো লিখেছেন, “ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল উদাহরণ রয়েছে ৫২, ৭১, ৯০ ও ২৪। জনগণের অধিকারের লড়াইয়ে নেমে ছাত্ররা জীবন দিয়েছে, জনযুদ্ধ করেছে। সেই আদর্শ অনুসরণ করতে পারলে করেন নাহলে বন্ধ করেন।”

ঢাকা/এএএম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়