যেসব স্লোগানে উত্তাল যমুনা
আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (৮মে) রাত ১০টা থেকে অবস্থান নেন হাসনাত। এর আগে এ বিষয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। তাঁর সঙ্গে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরাও তখন যমুনার সামনে জড়ো হন।
তখন থেকে বিভিন্ন স্লোগানে মুখরিত যমুনার সামনের রাজপথ। স্লোগান গুলো হলো- ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই কবরে, হাসিনা কেন বাহিরে’, ‘আমার ভাই কবরে, কাদের কেন বাহিরে’।
এসময় তারা আরো স্লোগান দেন যে, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘জনতা নাকি ক্ষমতা, জনতা- জনতা’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম- সংগ্রাম’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’।
এরকম সব স্লোগানে রাত ৩ টায়ও উত্তাল যমুনার সামনের রাজপথ।
এদিকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার (৯ মে) দিবাগত রাত একটার দিকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে এসেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাদের সঙ্গে রয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
ঢাকা/সুকান্ত/ফিরোজ