যমুনার সামনে স্লোগান: ‘বাহ ইন্টেরিম চমৎকার, খুনিদের পাহারাদার’
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি শুক্রবার সকালে কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য ও স্লোগান দেন। ছবি: রাইজিংবিডি
আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সেখানে এসে পৌঁছান গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। তাদের মুখে শোনা যায় সরকারের সমালোচনামূলক বিভিন্ন স্লোগান।
বৃহস্পতিবার (৮মে) রাত ১০ টা থেকে চলা অবস্থান কর্মসূচি শুক্রবার (৯মে) সকালে প্রতিবেদনটি লেখা অবধি চলমান রয়েছে।
তালাত মাহমুদ রাফি কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, "আওয়ামী লীগ গণহত্যাকারী দল। তাদের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নেই। আমরা স্পষ্ট করে বলছি, যদি আওয়ামী লীগ রাজনীতি করে, তাহলে আমরা করব না। আমরা রাজনীতি করতে পারলে, তারা পারবে না।”
সরকারকে হুঁশিয়ার করে রাফি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে রক্ত দেব। বাংলাদেশ আবার জেগে উঠবে, গোটা দেশ যমুনায় হাজির হবে।"
রাফি তার বক্তব্যের এই পর্যায়ে স্লোগান তোলেন। তাকে বলতে শোনা যায়, ‘বাহ ইন্টেরিম চমৎকার, খুনিদের পাহারাদার’। উপস্থিত ছাত্র-জনতাও তাতে গলা মেলান।
এ ছাড়া ‘বাহ ইন্টারিম চমৎকার, খুনি হাসিনার পাহারাদার, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’- এর মতো বিভিন্ন স্লোগান দেন তিনি।
তিনি আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলেন, তাকে তার পদ থেকে নামাতে সময় লাগবে না, যেখানে হাসিনাকে নামাতে মাত্র ১৬ দিন লেগেছিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেও হুঁশিয়ার করে এখনই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দাবি করেন।
ঢাকা/সুকান্ত/রাসেল