সমাবেশস্থলে জুমার নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে সমাবেশস্থলে জুমার নামাজ আদায় করেছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (৯ মে) দুপুর সোয়া ১টার দিকে মিন্টো রোডে পানির ফোয়ারার সামনে জামাতের সঙ্গে নামাজ পড়েন তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ওই স্থানে সমাবেশ করা হবে।
এর আগে দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রস্তুত করা মঞ্চের সামনে চলে আসেন আন্দোলনকারীরা।
গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে শুরু হওয়া কর্মসূচি শুক্রবার (৯ মে) দুপুর পর্যন্ত অব্যাহত আছে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সরকারি ঘোষণা আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা নাহিদ ইসলাম। এর পর সেখানে লোকজন জড়ো হতে শুরু করে। তারা সারা রাত সেখানে ছিলেন। শুক্রবার ভোর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতা যমুনার সামনে আসেন। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় ওই এলাকা।
এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য আসেনি।
রায়হান/ ঢাকা