এনসিপির বাজেট প্রতিক্রিয়া মঙ্গলবার
২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে মঙ্গলবার (৩ জুন) দলীয় প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।
সোমবার (২ জুন) বিকেলে মুশফিক উস সালেহীন বলেন, “আজ ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা হয়েছে। আমরা দলে নীতি-নির্ধারণী পর্যায়ের আলোচনা ও বিশ্লেষণ করে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রতিক্রিয়া জানানো হবে।”
২০২৫–২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এদিন বিকেল ৩টায় বাজেট উপস্থাপন শুরু হয়। অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন।
এর আগে সোমবার (২ জুন) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের ইতিহাসে ৫৪তম বাজেট।
সংসদ না থাকায় এবারের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয়েছে।
ঢাকা/রায়হান/সাইফ