ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংশোধিত বাজেটে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি পরিবর্তনের ঘোষণা অর্থ উপদেষ্টার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ১২ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:০৮, ১২ নভেম্বর ২০২৫
সংশোধিত বাজেটে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি পরিবর্তনের ঘোষণা অর্থ উপদেষ্টার

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমান অর্থবছরের সংশোধিত বাজেটে দেশের অর্থনৈতিক বাস্তবতা অনুযায়ী প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি সংশোধন করা হবে। তবে এতে খুব বড় ধরনের অতিরিক্ত ব্যয় হবে না।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির যৌথ বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরো পড়ুন:

ড. সালেহউদ্দিন বলেন, “যখন মূল বাজেট প্রণয়ন করা হয়েছিল, তখন তা বাস্তবধর্মী ও প্রাগমেটিকভাবে তৈরি করা হয়েছিল। তবে বাস্তবায়নের সময় নানা নতুন চ্যালেঞ্জ সামনে আসে। সেই অনুযায়ী সংশোধিত বাজেটে প্রবৃদ্ধি সামান্য কমানো হচ্ছে এবং মূল্যস্ফীতি বৃদ্ধির ধারা প্রযোজ্য করা হচ্ছে। আমাদের প্রাথমিক হিসাব অনুযায়ী মূল অর্থের অংকগুলো খুব বেশি পরিবর্তিত হবে না।”

তিনি জানান, রাজস্ব বোর্ড লক্ষ্য পূরণে বারবার ব্যর্থ হওয়ায় পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে প্রায় ৩ হাজার কোটি টাকা এবং পেট্রোবাংলা থেকে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা বকেয়া রয়েছে। এই টাকা সংগ্রহের বিষয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করছে। 

তিনি বলেন, “আমরা তাদের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছি। তবে বাজারের মূল্য ঠিক করার মতো স্বাধীনতা নেই। আমাদের প্রধান লক্ষ্য রাজস্ব বাড়ানো এবং লিকেজ রোধ করা।”

ড. সালেহউদ্দিন আহমেদ পুনর্ব্যক্ত করে বলেন, “সংশোধিত বাজেটে দুটি গুরুত্বপূর্ণ বিষয়—প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি—মূল্যায়ন করা হয়েছে। প্রবৃদ্ধির হারে সামান্য কমানো হয়েছে এবং মূল্যস্ফীতি ৫ শতাংশ থেকে ৭ শতাংশে পুনর্গঠন করা হয়েছে। তবে মোট বাজেটের টাকার পরিমাণে বড় ধরনের পরিবর্তন হবে না।”

ঢাকা/এএএম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়