ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: জামায়াত আমির

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২৫  
গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা বা কটূক্তির জবাব পাল্টা গালিগালাজ দিয়ে দেওয়ার কোনো দরকার নেই বলে মত দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

তার ভাষায়, “গালির জবাবে আমাদের কর্মসূচি হবে দোয়া-ইনশাআল্লাহ।”

আরো পড়ুন:

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ বার্তা দেন।

পোস্টে ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, “জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে কেউ যদি কটূক্তি করে, তাতে বিচলিত হওয়ার কারণ নেই। বরং তাদের জন্যও মহান আল্লাহর কাছে কল্যাণ কামনা করতে হবে।”

তিনি আরো লিখেছেন, ‘দেশের ও জনগণের মঙ্গলের জন্য কাজ করা জামায়াতের বড় দায়িত্ব।’

এই দায়িত্বকে আমানত হিসেবে শ্রদ্ধা করার তাগিদ দেন তিনি।

ডা. শফিকুর রহমান শেষের দিকে লিখেছেন, “ফায়সালা মহান মাবুদের হাতে। মহান আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের মূল হাতিয়ার। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা সব ধরনের বিপদ থেকে হেফাজত করুন।”

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়