ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫  
মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মাহিন সরকার

জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে মাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে স্বপদে বহাল করা হলো।

এরপর রাতেই মাহিন সরকার তার ফেসবুকে এক পোস্টে এ সংক্রান্ত চিঠি শেয়ার করে লিখেন, “ইনশাআল্লাহ আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো।” 

গত ১৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছিলেন মাহিন সরকার। এরপর ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে এনসিপি।

সর্বশেষ

পাঠকপ্রিয়