ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৫৯, ১৬ অক্টোবর ২০২৫
পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ। ফাইল ফটো

পুত্র সন্তানের বাবা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘‘আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সমস্ত কিছু থেকে হেফাজত করুন। সন্তানকে নেক হায়াত দান করুন। দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন।’’

গত বছরের ১১ অক্টোবর পারিবারিকভাবে বিয়ে করেন হাসনাত। হাসনাতের স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন হাসনাত। এই বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। কোটা সংস্কার আন্দোলন শুরু হলে শুরু থেকেই নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন হাসনাত।

ঢাকা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়