ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেওয়া যায় না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ১৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:২৪, ১৯ অক্টোবর ২০২৫
‘এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেওয়া যায় না’

রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নতুন ইসি গঠনের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমরা নতুন ইসি গঠনের দাবি জানাতে এসেছি। এই কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নেওয়া যায় না।”

নির্বাচন কমিশনাররা যদি মনমর্জি মতো ইসি চালায়, তাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন দিনি। 

রবিবার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিকাণ্ড ও নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “দেশে যখন মানুষ নিজের জীবন ও সম্পদের নিরাপত্তা পাচ্ছে না, তখন ফেব্রুয়ারিতে কীভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।” 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিমানবন্দর, কারখানা, সরকারি ভবন সব জায়গায় একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে। ব্যবসায়ীদের কারখানা কেউ যদি জ্বালিয়ে দেয় আর রাষ্ট্র নিরাপত্তা দিতে না পারে, তাহলে কীভাবে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলা যায়?”

তিনি অভিযোগ করেন, “ভোটার তালিকা সংশোধন সঠিকভাবে না হওয়ায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার ভাষায়, “যদি নির্বাচন কমিশনাররা নিজেদের মতো করে কমিশন চালান, তাহলে জনগণের দাবিতে তাদের পদত্যাগে বাধ্য করা হবে।”

এনসিপির এ মুখ্য সমন্বয়ক বলেন, “নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রবাসী ভোটারের নামে বিদেশে ফুর্তি করছেন। কমিশন যদি আন্তরিক হয়, এক মাসেও ভালো নির্বাচন দেওয়া সম্ভব। কিন্তু তারা ঘুমিয়ে আছেন।” 

তিনি আরো যোগ করেন, “বাংলাদেশ এখন ভীষণ দুর্বল অবস্থানে আছে। কারোই নিরাপত্তা নেই, কোনো খাতেই সুরক্ষা নেই। এই পরিস্থিতিতে ক্রেডিবল বা ফেয়ার নির্বাচন সম্ভব নয়।” 


তিনি আরো বলেন, “আমরা চাই, বিদ্যমান কমিশন পদত্যাগ করুক। তাদের অবহেলার কারণে বিদেশে গিয়ে প্রবাসীদের ভোটার দেখিয়ে আনন্দ করছে কর্মকর্তারা। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই।”

ঢাকা/এএএম ইভা 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়