ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক হেনস্থায় মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ১৯ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৫৭, ১৯ অক্টোবর ২০২৫
সাংবাদিক হেনস্থায় মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের হেনস্থা করায় তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (১৯ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন:

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির মহাসচিব বলেছেন, বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদ হাসান আঘাতপ্রাপ্ত এবং কিছু সাংবাদিক হেনস্তার শিকার হন। সাংবাদিকরাই রাজনৈতিক দলের বক্তব্য, বিবৃতি ও কার্যক্রম জনগণকে অবহিত করেন। এ কারণে রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের অবিচ্ছেদ্য সম্পর্ক। আজকের ঘটনা আকস্মিক ও সম্পূর্ণরূপে ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে। আমি আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদ হাসানসহ উপস্থিত সাংবাদিকবৃন্দের প্রতি এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়