সাংবাদিক হেনস্থায় মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের হেনস্থা করায় তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১৯ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির মহাসচিব বলেছেন, বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদ হাসান আঘাতপ্রাপ্ত এবং কিছু সাংবাদিক হেনস্তার শিকার হন। সাংবাদিকরাই রাজনৈতিক দলের বক্তব্য, বিবৃতি ও কার্যক্রম জনগণকে অবহিত করেন। এ কারণে রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের অবিচ্ছেদ্য সম্পর্ক। আজকের ঘটনা আকস্মিক ও সম্পূর্ণরূপে ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে। আমি আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদ হাসানসহ উপস্থিত সাংবাদিকবৃন্দের প্রতি এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক