ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৫২, ১২ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুক্রবার

সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১২ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ শোকসভা হবে।

শোকসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন। অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও এতে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়, যার মধ্যে এক দিনের সাধারণ ছুটিও ছিল।

ঢাকা/আলী/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়