লক্ষ্মীপুরে ৫০ সাংবাদিককে নির্বাচনকালীন প্রশিক্ষণ
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ৫০ জন সাংবাদিককে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট অব পিআইবি বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলার পরিষদ হল রুমে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, নোয়াখালীর সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খান, প্রশিক্ষক শারমিন রিনভী ও পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম শওকত প্রমুখ।
ঢাকা/লিটন/রাজীব