ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে, বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৫২, ১১ জানুয়ারি ২০২৬
‘ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে, বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী’

তাহসান খান ও রোজা আহমেদ

ভাঙনের সুর বাজছে সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সংসারে। ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করছেন তাহসান। রোজার সঙ্গে আলাদা থাকার খবর নিশ্চিত করার পাশাপাশি নিজের বর্তমান অবস্থার কথাও সংবাদমাধ্যমে জানিয়েছেন এই তারকা। 

এই মুহূর্তে কোথায় আছেন কিংবা কীভাবে সময় কাটাচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে তাহসান জানান, তিনি এখন একা একা দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। সময় কাটছে ভ্রমণ আর বই পড়ে। নিজের পরিস্থিতি নিয়ে তাহসানের ভাষ্য, “ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী।” 

আরো পড়ুন:

শুধু মানসিকভাবেই নয়, শারীরিকভাবেও বেশ কিছুদিন ধরে অসুস্থ বোধ করছেন তাহসান। তবে অসুস্থতার কারণ আপাতত প্রকাশ্যে আনতে নারাজ। সে কারণেই ফোনে কথা বলার বদলে হোয়াটসঅ্যাপে লিখে প্রশ্নের উত্তর দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলেও জানান এই গায়ক। 

এই কঠিন সময়ে সবার কাছে দোয়া চেয়ে তাহসান বলেন, “দোয়া করবেন, যেন আমি এই সময়টা দ্রুত পার করতে পারি।”

বলে রাখা ভালো, গত বছরের শুরুতে হঠাৎ বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তাহসান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করলেও এক বছরের মাথায় সেই সম্পর্কে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজার মধ্যে টানাপড়েন শুরু হয়। গত কয়েক মাস ধরে আলাদা থাকছেন তারা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়