বিচ্ছেদের পর তাহসানের ‘খান’ পদবি মুছে ফেললেন রোজা
তাহসান-রোজার স্নিগ্ধ সময়, যা কেবলই অতীত
কয়েক দিন আগে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। এ নিয়ে টুঁ-শব্দ করেননি রোজা। এবার নিজের নাম থেকে প্রাক্তন স্বামীর ‘খান’ পদবি ফেলে দিলেন রোজা।
সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে বিয়ের পর রোজা আহমেদ তার ইনস্টাগ্রামে নামের শেষ অংশে ‘খান’ পদবি যুক্ত করেন। রবিবার (১৮ জানুয়ারি) রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘেঁটে দেখা গেছে, নাম থেকে ‘খান’ পদবি সরিয়ে নিয়েছেন তিনি।
২০২৫ সালের ৫ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। বিয়ের এক বছরের ব্যবধানে এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন চাউর। চলতি মাসে এ গুঞ্জনের সূচনা। জোর চর্চার মধ্যে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙেন তাহসান। এ শিল্পী জানান, গুঞ্জনটি সত্যি, তারা আর দাম্পত্য সম্পর্কে নেই।
রোজা আহমেদ-তাহসান খান
তাহসান বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরও ইনস্টাগ্রামে রোজার নামের শেষে ‘খান’ পদবি ছিল। অবশেষে তা-ও সরালেন তিনি। কেবল তাই নয়, তাহসানের সঙ্গে তোলা ছবিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে ফেলেছেন রোজা আহমেদ।
এর আগে তাহসান গণমাধ্যমে বলেন, “গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।”
রোজা আহমেদ-তাহসান খান
তবে কী কারণে সংসার ভাঙল সে বিষয়ে কিছু জানাননি তাহসান কিংবা রোজা। তবে তাদের ঘনিষ্ঠজনদের দাবি—বিয়ের পর দুজনের জীবনদর্শন ও প্রত্যাশার জায়গায় কিছু মৌলিক পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। তাহসান চেয়েছিলেন আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে। এ কারণেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যম নিষ্ক্রিয় করে রাখেন। মূলত, সংসারকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চেয়েছিলেন তাহসান।
রোজা আহমেদ
অন্যদিকে, বিয়ের পর রোজার পরিচিতি ও সামাজিক পরিসর আরো বিস্তৃত হয়। নতুন এই বাস্তবতাকে উপভোগ করছিলেন তিনি। এই ভিন্ন ভিন্ন মানসিক অবস্থান ও জীবনযাপনের ধারা ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে। অবশেষে যা বিচ্ছেদের রূপ নিয়েছে বলে দাবি ঘনিষ্ঠজনদের।
ঢাকা/শান্ত