ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪৩ পণ্য ও সেবা রপ্তানিতে প্রণোদনার মেয়াদ বাড়ল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ১২ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:০৪, ১২ জানুয়ারি ২০২৬
৪৩ পণ্য ও সেবা রপ্তানিতে প্রণোদনার মেয়াদ বাড়ল

পোশাকসহ ৪৩ ধরনের পণ্য ও সেবা রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বা প্রণোদনার মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে চলতি ২০২৫–২০২৬ অর্থবছরজুড়েই রপ্তানিকারকরা এ সুবিধা পাবেন।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

আরো পড়ুন:

এর আগে চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য প্রণোদনা ঘোষণা করা হয়েছিল। এখন রপ্তানি পরিস্থিতি বিবেচনায় এ সুবিধার মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হলো। গত বছরের মতো এবারও একই হারে প্রণোদনা বহাল রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, পণ্য ও খাতভেদে রপ্তানিকারকরা সর্বনিম্ন ০.৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন। মোট ৪৩টি পণ্য ও সেবা খাত এ সুবিধার আওতায় আছে।

সার্কুলার অনুযায়ী, রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংকে নিয়োজিত বহিঃনিরীক্ষক বা অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা সম্পন্ন করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের বিকল্প হিসেবে ১.৫ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে। ইউরো অঞ্চলে রপ্তানিকারকদের জন্য বিদ্যমান সহায়তার সঙ্গে অতিরিক্ত ০.৫০ শতাংশ বিশেষ প্রণোদনা থাকবে।

ঢাকা/নাজমুল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়