ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় আগুনে পুড়েছে ৩টি ঘর

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:০৯, ১১ জানুয়ারি ২০২৬
বরগুনায় আগুনে পুড়েছে ৩টি ঘর

আগুনে পুড়তে থাকা ঘর।

বরগুনা পৌর শহরের গ্রীন রোড এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে গেছে। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আলী সাজ্জাদ এ তথ্য জানান। 

আরো পড়ুন:

তিনি জানান, বরগুনা পৌর শহরের গ্রীন রোড এলাকার সদরঘাট মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম আ. কাদেরের ঘরসহ আরো দুটি ঘর পুড়ে গেছে। দুটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঘটনার সময় লোকজন নিরাপদে বেরিয়ে আসতে পারলেও ঘরের কোনো মালামাল রক্ষা করতে পারেননি তারা।

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়