ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারাবন্দি শিমুলের মনোনয়নপত্র বৈধ 

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ১২ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:০৫, ১২ জানুয়ারি ২০২৬
কারাবন্দি শিমুলের মনোনয়নপত্র বৈধ 

আশরাফুল আলম শিমুল।

গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর -কাশিয়ানির একাংশ) কারাবন্দি স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরের পর শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।

স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ হওয়ায় আসনটিতে নির্বাচনের হিসাব অনেকটাই পাল্টে গেল। মনোনয়নপত্র বৈধ হওয়ার বিষয়টি মুঠোফোনে জানিয়েছেন শিমুলের ভাই ব্যারিস্টার নাজমুল আলম।

আরো পড়ুন:

গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতার কারণে শিমুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। 

এরপর শিমুল তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন তার আপিল গ্রহণ করে এবং শুনানি শেষে প্রার্থিতা বৈধ ঘোষণা করে আদেশ দেয়।  

শিমুল মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান। তিনি কোনো দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুকসুদপুর উপজেলার ভাইস চেয়ারম্যান,পরে চেয়ারম্যান এবং সর্বশেষ মুকসুদ পৌরসভার মেয়র নির্বাচিত হন।  

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আশরাফুল আলম শিমুলকে শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে রিয়াজ মোর্শেদ অপু হত্যা মামলায় তাকে ওই দিন গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই হুমায়ুন কবীর জানান। 

ওই কর্মকর্তা জানান, জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান অপু। ওই ঘটনায় তার খালা রুমা বেগম গত বছরের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৮৬ জনের বিরুদ্ধে মামলা করেন। ২২ অক্টোবর এ মামলা থেকে ১৬ জনকে অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবীর।

ঢাকা/বাদল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়