বাবা-ছেলের পারফরম্যান্সে রাঙানো ম্যাচে নোয়াখালীর দাপুটে জয়
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিপিএলে মোহাম্মদ নবী নিয়মিত খেললেও তার ছেলে ইসাখিল এবারই প্রথম সুযোগ পেয়েছেন। দুজনেরই ঠিকানা নোয়াখালী এক্সপ্রেস। নবী নিয়মিত ম্যাচ খেললেও ইসাখিলকে অপেক্ষা করতে হলো আট ম্যাচ। এরপর দুজনের পথ মিলে গেল।
সিলেটে রবিবার (১১ জানুয়ারি) মাঠে নামেন নবী ও ইসাখিল। বাবা নবীর থেকেই ইসাখিল পেয়েছেন নোয়াখালীর ক্যাপ। এরপর গল্পটা শুধু তাদেরই। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন বিভাগেই দুজনের অবদান। মনে হলো, ম্যাচটা ছিল শুধু তাদেরই।
ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে হারানোর ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন দুজন। ম্যাচ জয়ের নায়ক হয়েছেন ইসাখিল। প্রথমবার সুযোগ পেয়ে ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান ৬০ বলে ৯২ রানের ইনিংস খেলেন।
সেঞ্চুরির সুযোগ ছিল তার। কিন্তু তিন অঙ্কের ছোঁয়া পাননি। আনন্দের বিষয়, এই ইনিংস খেলার পথে বাবা নবীর সঙ্গে চতুর্থ উইকেটে ৩০ বলে ৫৩ রানের জুটি গড়েন ইসাখিল। নবী ১৩ বলে ১৭ রান করে আউট হওয়ার পর ইসাখিল সেঞ্চুরি মিস করেন।
তার দ্যুতি ছড়ানো ব্যাটিংয়ে ভর করে নোয়াখালী আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৮৪ রান করে। জবাব দিতে নেমে ঢাকা ক্যাপিটালস ১৪৩ রানে আটকে যায়। রংপুরকে হারানোর পর এবার ঢাকাকে হারিয়ে চমকে দিল তারা। ছয় ম্যাচ পর প্রথম জয়ের দেখা পাওয়া নোয়াখালী জিতল টানা দ্বিতীয় ম্যাচ। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪।
টস জিতে ব্যাটিং করতে নেমে নোয়াখালীর শুরুটা ছিল দুর্দান্ত। দুই ওপেনার সৌম্য সরকার ও ইসাখিল উদ্বোধনী জুটিতে ৯.২ ওভারে ১০১ রান তুলে নেয়। পাওয়ার প্লে’তে তাদের রান ছিল ৬৪। সৌম্য ২৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৮ রান করেন। ২ রানের জন্য ফিফটি মিস করেন। ইসাখিল পঞ্চাশে পৌঁছান ৩৫ বলে। এরপর আক্রমণের ধার বাড়ে তার। পেসার জিয়াউর রহমানকে মাথার উপর দিয়ে টানা দুই ছক্কা মারেন চোখের পলকে। ছক্কা হজম করেন সাইফ উদ্দিনও। এই দুজনের ব্যাটিংয়ের পর নোয়াখালীর ইনিংস তেমন কেউ আর বড় করতে পারেনি। তৃতীয় সর্বোচ্চ ১৭ রান করেন নবী।
বোলিংয়ে সাইফ উদ্দিন, আল মামুন ও তাইজুল ২টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানে ৪ উইকেট হারায় ঢাকা। গুরবাজ (১১), মামুন (২) এবং নাসির ও সাইফ শূন্য রানে ফেরেন সাজঘরে। শামীম ও মিঠুন পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে ৫৩ রান যোগ করে। কিন্তু দুজনই বাজে শট খেলে ফেরেন সাজঘরে। মিঠুন ৩৩ ও শামীম ২৯ রান করেন। শেষ দিকে সাইফ উদ্দিনের ২০ বলে ৩৪ রানের ইনিংস পরাজয়ের ব্যবধান কমায় মাত্র।
নোয়াখালীর বোলিং ছিল একেবারে নিয়ন্ত্রিত। হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, মেহেদী ও নবী ২টি করে উইকেট নেন। ১ উইকেট নেন আবু জায়েদ।
৭ ম্যাচে ঢাকার এটি পঞ্চম হার। মাত্র ২ ম্যাচ জিতেছে তারা।
ঢাকা/ইয়াসিন/বকুল