ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে পিকআপের ধাক্কা, আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৩০, ১১ জানুয়ারি ২০২৬
এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে পিকআপের ধাক্কা, আহত ১০

দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের খানবাড়ি চৌরাস্তায় যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দিয়েছে একটি পিকআপ ভ্যান। এ ঘটনায় যান দুটিতে থাকা ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে পদ্মা সেতু উত্তর থানার পাশের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

আহতরা হলেন- জেলার সিরাজদিখান উপজেলার শরিফ বেপারী (৪০), রাইস (৮), সাদিয়া (২৮), স্নেহা (১৫), আখি (৪০), হারুন (৫৫), রহিমা (৬৫), রাফি (২৪), সাজিদ (৩) এবং শ্রীনগর উপজেলার নিলয় (২২)।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, লৌহজং উপজেলার খানবাড়ি চৌরাস্তায় সেবা গ্রীন লাইন পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। ফলে বাস ও পিকআপ ভ্যানে থাকা যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

তিনি জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। 

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়