যে তালিকায় ট্রাম্পের চেয়ে এগিয়ে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটর তালিকার একাংশ।
অবিশ্বাস্য হলেও সত্য বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন।
সামাজিক মাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত টপ ১০০ ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল তালিকায় তাঁর অবস্থান ৬৩। যেখানে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ৬৭। ফেসবুকে পোস্ট হওয়া কনটেন্টের সংখ্যার ভিত্তিতে তৈরি হয় এই তালিকা।
সোশ্যাল ব্লেডের সংজ্ঞা অনুযায়ী, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে তাদের বোঝানো হয়- যাদের নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট পোস্ট করা হয়। সে হিসেবে তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা ও সেলিব্রিটিদের অন্যতম।
সোশ্যাল ব্লেডের তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন: https://socialblade.com/facebook/lists/top/100/sb
ঢাকা/আলী/এস