জনপ্রিয়তার ভয়েই ময়লা পানি ও ডিম ছুঁড়ে মারা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শনিবার ঢাকার শান্তিনগরে নির্বাচনি গণসংযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-৮ আসনে ১০ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, নির্বাচনি মাঠে তার জনপ্রিয়তায় ভীত হয়েই একটি পক্ষ পরিকল্পিতভাবে তার ওপর ময়লা পানি ও ডিম নিক্ষেপ করেছে।
শনিবার (২৪ জানুয়ারি) ঢাকার শান্তিনগরে নির্বাচনি গণসংযোগে তিনি এ অভিযোগ করেন।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মগবাজারে নির্বাচনি গণসংযোগে চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।
এ বিষয়ে এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেন “গতকাল মগবাজার মৌচাক মার্কেটে উঠান বৈঠক করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। উঠান বৈঠক চলাকালে মঞ্চের পাশের বিল্ডিংয়ের ওপর থেকে নোংরা পানি ফেলা হয় নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর। এর কিছুক্ষণ পরই ডিম নিক্ষেপ করা হয় তাকে লক্ষ্য করে।”
ঢাকা/রায়হান/ইভা