ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বছরে ১৬০০০ মানুষকে রক্ত দিয়েছে ‘মানবিক রক্ত ব্যাংক’

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ২৫ সেপ্টেম্বর ২০২১  
বছরে ১৬০০০ মানুষকে রক্ত দিয়েছে ‘মানবিক রক্ত ব্যাংক’

মাদারীপুরের স্বেচ্চাসেবী সংগঠন ‘মানবিক রক্ত ব্যাংক’ গত এক বছরে দেশের ১৬ হাজার মানুষকে রক্ত দিয়ে সুস্থ করতে ভূমিকা রেখেছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) মাদারীপুর শহরে মৌলভী আচমত আলী খান কমিউনিটি সেন্টারে সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

দুপুর ১২ টায় আলোচনার সভার উদ্বোধন করেন সংগঠনের পরিচালক রেজা মাহমুদ মিঠু। পরে মানবিক রক্ত ব্যাংকের মাদারীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কাওসার আহমেদের সঞ্চালনা ও জেলা কমিটির সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর চেম্বার অব কমার্সের সভাপতি হাফিজুর রহমান খান।

প্রধান অতিথি হাফিজুর রহমান খান বলেন, রক্ত এমন জিনিস, যার প্রয়োজনীয়তা তুলনাহীন। মাত্র এক বছরে সংগঠনটি দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম ছড়িয়ে দিয়েছে। এবং এত অল্প সময়ে ১৬ হাজার মানুষকে রক্ত দিয়েছে, এটি ইতিবাচক বিষয়।

এই ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি নিয়ে সামনের দিনগুলোতে সংগঠনটি দেশ ও জাতির জরুরি প্রয়োজনে সেবা দিয়ে যাবে বলে বক্তারা প্রত্যাশা করেন।

আলোচনা সভাশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও উপস্থিত অতিথিদের উপহার তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীরা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুর রহমান বাচ্চু, মাদারীপুর পৌর সভার কাউন্সিলন রাজিব মাহমুদ কাওসার, এটিএন নিউজের সাংবাদিক জহিরুল ইসলাম খান ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক রিপনচন্দ্র মল্লিকসহ অন্যরা। 

বেলাল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়