ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কুষ্টিয়ায় ভিডিও ডকুমেন্টারি প্রতিযোগিতায় প্রথম রোকনুজ্জামান 

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ২৫ নভেম্বর ২০২১   আপডেট: ১১:২৯, ২৫ নভেম্বর ২০২১
কুষ্টিয়ায় ভিডিও ডকুমেন্টারি প্রতিযোগিতায় প্রথম রোকনুজ্জামান 

কুষ্টিয়ার মিরপুরে আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে এসডিজি রিপোর্ট বেইজ ভিডিও ডকুমেন্টারি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) বিকালে মিরপুর উপজেলার মিনি রিসোর্ট পার্কে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় আলো সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাসমেদ আলী।

অ্যাকশন এইড বাংলাদেশের ইন্সপাইরেটর অধরা দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু। স্বাগত বক্তব্য রাখেন আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহম্মেদ।

প্রতিযোগিতায় এক্টিভিস্তা কুষ্টিয়ার ২২ জন যুব সদস্য ভিডিওগ্রাফি ও এডিটিংয়ের উপর ৩ দিনব্যাপী ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। এক্টিভিস্তা কুষ্টিয়ার ১১টি যুব সংগঠনের সদস্যরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন বিষয়ের উপর মোট ১১টি ভিডিও ডকুমেন্টারি রিপোর্ট প্রস্তত করেন। এককভাবে প্রথম স্থান অধিকার করেন রোকনুজ্জামান নয়ন, দ্বিতীয় স্থান অধিকার করেন তানিয়া সুলতানা নীলা ও সেতুর দল এবং তৃতীয় স্থান অধিকার করেন যৌথভাবে পলাশ কুমার দাস ও মাহফুজ আনামের দল এবং সাথি খাতুন।

কাঞ্চন/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ