ঢাকা     বৃহস্পতিবার   ০৭ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩০

প্রথমবারের মতো উপকূলে স্মার্ট লাইব্রেরির আত্মপ্রকাশ

নিয়ামুর রশিদ শিহাব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ১৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:৪৩, ১৭ নভেম্বর ২০২৩
প্রথমবারের মতো উপকূলে স্মার্ট লাইব্রেরির আত্মপ্রকাশ

পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ও গলাচিপা স্কিল ল্যাবের পরিচালনায় প্রথমবারের মতো ‘উপকূল বাতিঘর’ নামে পাবলিক লাইব্রেরির আত্মপ্রকাশ হয়েছে। বই পড়ার পাশাপাশি এখানে দক্ষতা উন্নয়নের জন্য রয়েছে নানা সুযোগ। উপকূলীয় জনপদে এমন একটি স্মার্ট লাইব্রেরি প্রতিষ্ঠায় আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার অফিসার্স ক্লাবের সামনে উপজেলা প্রথম ও ডিজিটাল লাইব্রেরিটি উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলালের দৃঢ় পরিকল্পনায় প্রথম ডিজিটাল লাইব্রেরি উপকূল বাতিঘরের বাস্তবায়ন হয়েছে।

উদ্বোধনের পরই উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া একঝাঁক শিক্ষার্থীর সমন্বয়ে মানবিক ও সামাজিক কাজের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে এ উপকূল বাতিঘরের।

উপজেলার অফিসার্স ক্লাব ভবনটির একটি পরিত্যাক্ত স্টোর রুমে গড়ে তোলা হয় আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ গ্রন্থাগারটি। বেশকিছু সুযোগ সুবিধা রয়েছে এই স্মার্ট গ্রন্থাগারে। ১০ হাজারেরও বেশি ই-বুক এবং ভাষা ও দক্ষতা উন্নয়নের জন্যে রয়েছে ভিডিও টিউটোরিয়াল, ফ্রি ওয়াইফাই জোন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ।

এছাড়াও সপ্তাহের একদিন গলাচিপা স্কিল ল্যাবের আয়োজনে শেখা ও শেখানোর সুযোগ থাকবে এই গ্রন্থাগারে। এখানে জমাকৃত সব ধরনের বই, পত্রিকা ও ম্যাগাজিন পড়ার সুবিধা এবং ধার নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

উপকূল বাতিঘর নামের এই লাইব্রেরিতে সবাই সদস্য হতে পারবে। তবে সদস্যপদের জন্য উপজেলা পরিষদ থেকে জুড়ে দেওয়া হয়েছে এক ব্যতিক্রমী শর্ত। এর সদস্য পদ পেতে দান করতে হবে কমপক্ষে পাঁচটি বই। এমন ব্যতিক্রমী শর্ত সাদরে গ্রহণ করেছে লাইব্রেরির সদস্য পদপ্রার্থীরা।

/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়