ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

ওজন কেন বাড়ে না? 

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ৪ জুন ২০২৪   আপডেট: ১১:২৪, ৪ জুন ২০২৪
ওজন কেন বাড়ে না? 

ছবি: প্রতীকী

প্রচুর খাবার খেয়েও অনেকের স্বাস্থ্য ভালো হয় না। বা স্বাভাবিকের থেকে ওজন অনেক কম থাকে। চিকিৎসকেরা বলেন, কেন এমন হচ্ছে এটা বোঝার জন্য কিছু প্যারামিটার খেয়াল করতে হবে। 

পুষ্টিবিদ- তাসরিয়ার রহমান বলেন, কয়েকটি বিষয় খেয়াল করতে হবে—আপনার শারীরিক কোনো সমস্যা আছে কিনা
আপনার হরমোনোর কোনো ইমব্যালেন্স আছে কিনা
হজম ঠিক আছে কিনা
দুশ্চিন্তা করছেন কিনা
পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা
হেলদি লাইফ লিড করছেন কিনা
এর যেকোন একটি বা একাধিক কারণ আপনার ওজন কম থাকার পেছনে দায়ী হতে পারে। 

এই পুষ্টিবিদের পরামর্শ—

আরো পড়ুন:

দুধ কলা আলাদা খেলে যে পুষ্টি পাওয়া যায় একসঙ্গে খেলে তার থেকে অনেক বেশি পুষ্টিগুণ পাওয়া যায়। সুতরাং দুধ কলা একসঙ্গে খেতে পারেন।

প্রতিদিন পাঁচ ছয়টি খেজুর খেতে পারেন।এর যে পুষ্টিগুণ আছে তা আপনার ওজন বাড়াতে সহায়তা করবে।

ঘি দিয়ে আলুভর্তা করে খেতে পারেন।

রুটি বা পরোটা যদি ঘি দিয়ে ভেজে খান তাহলে দ্রুত ওজন বাড়বে।

সকালের নাস্তায় চিজ কিংবা বাটার রাখতে পারেন। চিজ কিংবা বাটার খেলে শরীরে যেসব নিউট্রিশনের প্রয়োজন থাকে সেগুলো অনেকাংশে পুরোন হয়। 

রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ পান করতে পারেন। অথবা সাবুর পায়েস খেতে পারেন। এ ছাড়া ডিমের পুডিংও খেতে পারেন।

খাবার খাওয়ার পাশাপাশি দৈনিক ৩০ মিনিট ব্যায়াম করতে হবে। 

পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ কমপক্ষে ৭ ঘণ্টা ঘুমাতে হবে। 

এরপরেও যদি ওজন না বাড়ে বা স্বাভাবিক ওজন গেইন করতে না পারেন তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট