ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সম্পর্ক ভেঙে যাওয়ার ১০ অজুহাত

শামসুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ১৭ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সম্পর্ক ভেঙে যাওয়ার ১০ অজুহাত

প্রতীকী ছবি

ডেস্ক রিপোর্ট : ভালোবাসা। পৃথিবীতে শব্দটি সবচেয়ে মধুর। আর এর চেয়ে ভালো শব্দ কিছুই হতে পারে না। কারণ এই অক্ষর চারটির মধ্যেই লুকিয়ে আছে জীবনের যত চাওয়া-পাওয়া। এই শব্দকে ঘিরেই মানুষ আশায় বুক বাঁধে। খুঁজে নেয় জীবনের নিগুঢ় রহস্য।

ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া পৃথিবীতে কঠিন হবে । অথবা ভালোবাসতে মন চায় না এমন মানুষও মনে হয় পাওয়া যাবে না। আর এই ভালোবাসার কারণেই প্রেমিকযুগল জুটি বাঁধে। কিন্তু হৃদয়ে সযত্নে গড়া এই ভালোবাসাই আবার হৃদয় ভাঙার কারণও হয়ে দাঁড়ায়।

তুচ্ছ কারণে ভালোবাসার সম্পর্কে ভেঙে যাওয়া মানতে পারেন না অনেকেই। কেউ কেউ আবার এ কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো জঘন্য পথও বেছে নেন।

পৃথিবীতে নিজের জীবনের চেয়ে দামি আর কিছুই হতে পারে না। তাই এই অমূল্য সম্পদকে হেলায় নষ্ট করা উচিৎ নয়। একজনের জন্য কারো জীবন থেমে থাকে না। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার আগেই জেনে নিন প্রতারকের ১০টি অজুহাত।

১. আমি তোমাকে ভালোবাসলেও বিয়ে করতে পারবো না। সম্পর্কের পূর্ণরূপ না দেওয়ার এটা একটা অজুহাত মাত্র।

২. সম্পর্ক হওয়ার পর। আমাদের দুজনের চিন্তাধারার লেভেল ও স্ট্যাটাস এক রকম না। তাই এই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে হয় না।

৩. তোমাকে সময় দিতে গিয়ে আমার পড়াশোনা/ক্যারিয়ারের ক্ষতি হচ্ছে। তাই সম্পর্ক চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।

৪. আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু পরিবারের অমতে কিছু করা আমার পক্ষে সম্ভব নয়।

৫. আগের সেই তোমাকে আমি আর খুঁজে পাই না। সত্যিই তুমি অনেক বদলে গেছ। তাই তোমার সঙ্গে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়।

৬. বন্ধু-বান্ধবের সঙ্গে বর্তমানে তুমি অনেক ব্যস্ত সময় কাটাচ্ছো। আমাকে মোটেই সময় দাও না। তাই তুমি তোমার পথেই চলো।

৭. আমার জীবনে অনেক আশা। কিন্তু তুমি সেগুলো কোনো দিনই পূরণ করতে পারবে না। কাজেই আমাদের সম্পর্কটা এখানেই শেষ হওয়াই ভালো।

৮. দূরত্ব বাড়লে ভালোবাসা বাড়ে। তাই কিছুদিনের জন্য তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি।

৯. আমি তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলছি তার মানে এই না যে, আমি তোমাকে ভালোবাসি না। আমরা যদি সত্যি একজন আরেক জনের হয়ে থাকি তাহলে সৃষ্টিকর্তা আবারো আমাদেরকে মিলিয়ে দিবেন।

১০.  আমাদের সম্পর্কটা পরিবার ভালোভাবে নিচ্ছে না। তাই আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাই।
যখন কেউ এসব বলে ভালোবাসার সম্পর্ক ভেঙে দিবেন, জানবেন তিনি আপনাকে কখনোই ভালোবাসতেন না। তাই সময় থাকতেই সচেতন হোন। প্রতারকের হাত থেকে বাঁচুন।

তথ্যসূত্র : ইন্টারনেট।

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৪/শামসুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়