ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলায় ‘হিসাব-নিকাশ’ সফটওয়্যার

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলায় ‘হিসাব-নিকাশ’ সফটওয়্যার

বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : এই প্রথম বাংলায় ব্যবহারকারীদের জন্য এল অনলাইন ভিত্তিক অ্যাকাউন্টিং সফটওয়্যার ‘হিসাব-নিকাশ’। এটি বিভিন্ন ব্যবসার জন্য দৈনন্দিন ক্রয়-বিক্রয়ের রশিদ তৈরিসহ কর্মচারী ব্যবস্থাপনা, মজুদ ব্যবস্থাপনা, লাভ-ক্ষতি, দেনা-পাওনার হিসাব রাখার সমাধান প্রদান করে।

 

যেসব প্রতিষ্ঠানের অনেক শাখা আছে, তারা খুব সহজে একই সফটওয়্যারের মাধ্যমে সামগ্রিকভাবে ব্যবসার সকল দিক পরিচালনা করতে পারবে। ছোট-বড় যেকোনো প্রতিষ্ঠানের প্রয়োজনের কথা মাথায় রেখে এর বিভিন্ন মডিউল সাজানো হয়েছে। সফটওয়্যারটি মোবাইল, ট্যাব কিংবা কম্পিউটারসহ যেকোনো অপারেটিং সিস্টেমে চালানো যাবে বিধায়, কম খরচে ব্যবসার হিসাব রাখার সুবিধা পাওয়া যাবে।

 

বাংলায় অ্যাকাউন্টিং সফটওয়্যার এখন সময়ের দাবি। কিন্তু এই ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে, ভাষা এবং অ্যাকাউন্টিং-এর জ্ঞান। ‘হিসাব-নিকাশ’ সফটওয়্যারটি মূলত এর সহজ সরল উপস্থাপনার মাধ্যমে এই বাধাই অতিক্রম করেছে। এর ফলে অল্প প্রশিক্ষণেই যেকোনো কর্মচারী খুব সহজে সফটওয়্যারটি ব্যাবহার করতে পারবে।

 

সফটওয়্যারটির মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাজগুলোকে সহজ করে নিতে পারবে। বিশেষ করে বিভিন্ন কারখানা, ইন্টারনেট/কেবল সংযোগ প্রদানকারী, ফ্যাশন হাউস, ডিপার্টমেন্ট স্টোর, গাড়ি বিক্রেতা, ই-কমার্স, সংবাদপত্র, বিজ্ঞাপনী সংস্থা, প্রকাশনা সংস্থা, হাসপাতাল, ওষুধ প্রস্তুতকারক, বিপণন ও পরিবেশক প্রতিষ্ঠান এবং খুচরা ও পাইকারী বিক্রেতা সহজেই এ সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে।

 

 

এই সফটওয়্যারের মূল বিশেষত্ব হল, এর মাধ্যমে বাংলাভাষী ব্যবহারকারী খুব সহজেই ব্যবহার করতে পারবে। সহজ সরল প্রাঞ্জল ভাষায় সমস্ত কমান্ড বাটনের পাশাপাশি এতে দেয়া হয়েছে সম্পূর্ণ বাংলায় সাহায্যকারি নির্দেশনা। এই সফটওয়্যারটির চমৎকার বর্ণিল গ্রাফিক্যাল উপস্থাপনা লেনদেনের যাবতীয় তথ্য প্রদর্শনে সক্ষম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কিছু পরোক্ষ ব্যাবসায়িক পরামর্শও দিতে পারে। ‘হিসাব-নিকাশ’ ক্লাউডের বাইরে নিজস্ব ডাটা সেন্টার থেকেও কেউ যদি ব্যবহার করতে চায়, সে ব্যবস্থাও রয়েছে।

 

সফটওয়্যারটি ব্যবহার করতে এর ওয়েবসাইটে (www.hisab-nikash.com) রেজিস্ট্রেশন করতে হবে। ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে এটি বিনা মূল্যে এক মাস ব্যবহার করা যাবে। ব্যবহারকারী প্রয়োজন অনুসারে সফটওয়্যারটির কাস্টোমাইজেশন করে নিতে পারবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়