ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানুষ কেন অন্ধকারকে ভয় পায়?

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ২০ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানুষ কেন অন্ধকারকে ভয় পায়?

মোখলেছুর রহমান : শিশু বয়সে আমরা সবাই ‘অন্ধকারের ভয়’ মধ্য দিয়েই আমাদের শৈশবকাল কাটিয়েছি বলে ধরা যেতে পারে।

 

কিন্তু স্মৃতি হাতড়ে পিছনে ফিরে তাকালে দেখা যাবে, আমরা প্রাপ্তবয়স্ক হিসাবে অনেক বেশি নির্ভীক এবং সচেতন হওয়া সত্ত্বেও প্রতি রাতে অন্ধকারে আমাদের মধ্যে অন্যরকম একটা ভয় কাজ করে যে, কোনো অদৃশ্য দানব এসে আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে বা আমাদেরকে মেরে ফেলছে (বা তার চেয়েও ভয়ানক কিছু আমাদের কল্পনায় আসে)।

 

যদিও এটা বিশ্বাস করাটা একটি শিশুসুলভ আচরণের মত শোনাচ্ছে কিন্তু গবেষকদের মতে অন্ধকারে আমাদের ভয় পাওয়াটা একটি বিবর্তনীয় বৈশিষ্ট্য, যে আমরা রাতে আমাদের গোপনে বাস্তব জীবনের বিষয়গুলো আমাদের মস্তিষ্কে ভিড় করে এবং তখন আমাদের বেঁচে থাকার তাড়নাটা আরও বেড়ে যায়।

 

গবেষকরা ধারণা করেন যে, অন্ধকারে মানুষের এই সহজাত ভয় মানব ইতিহাসের একটি অংশ হিসেবে ডালপালা ছড়িয়ে আজ অব্দি এসে পৌঁছেছে।

 

প্রযুক্তির আবির্ভাবের পূর্বে আমাদের পূর্বপুরুষরা সাধারণত রাতেই শিকার করত কারণ অপেক্ষাকৃত ক্ষীণ দৃষ্টিশক্তি কারণে তখনকার সময়ে দিনে শিকার করা সম্ভব হত না। তাছাড়াও দিনে হিংস্র প্রাণীর আক্রমণের সম্ভাবনা ছিল।

 

এর মানে হল এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যে, আমাদের পূর্বপুরুষদের মাঝরাতে নিরাপদ থাকার জন্য অনেক সচেতন থাকতে হতো। তা না হলে তারা মারাও যেত অনেকে। রাতে সব সময় ভয়ে ভয়েই তাদের শিকারের কাজটা করতে হতো।

 

গবেষণায় জানা গেছে, বর্তমানে প্রযুক্তি যুগে মানুষ চতুর ও ক্ষমতাশালী হয়ে উঠেছে। কিন্তু বছরের পর বছর ধরে চলে আসা রাত্রিকালীন এই ভয়ের ঐতিহ্যটা আমাদের মনে স্থায়ী হয়ে গেছে। তাই এখন রাতের অন্ধকার মানে মানুষের কাছে একটি ভয়ানক অভিজ্ঞতা।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়