ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দেশে মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল চালু

প্রকাশিত: ১৬:৫৪, ৯ ডিসেম্বর ২০২১  
দেশে মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল চালু

মাইক্রোসফট বাংলাদেশে ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল চালু করেছে। এই প্ল্যাটফর্মটি যেকোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের একটি ক্লাউড ইকোসিস্টেমের মাধ্যমে সংযুক্ত করবে এবং প্রতিষ্ঠানগুলোকে সহজে ও দক্ষভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় এবং প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।   

এ প্রসঙ্গে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুক বলেন, ‘খুব দ্রুত গতিতে পৃথিবীতে ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে; আর তাই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও প্রবৃদ্ধি বাড়াতে সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহায়তা করতে মাইক্রোসফট সব সময় সচেষ্ট রয়েছে।’ তিনি আরও বলেন, ‘দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশে অনেক বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিষ্ঠানগুলোর বিকাশ ঘটছে; যা দেশের কর্মসংস্থান বাড়াতেও সহায়ক ভূমিকা রাখছে। ডায়নামিক বিজনেস সেন্ট্রাল ৩৬৫ এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়াতে এবং তাদের আর্থিক, বিপণন, সেবা এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং ক্রেতাদের মাঝে সংযোগ তৈরিতে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি।’

ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫ এর বিস্তৃত বিজনেস অ্যাপ্লিকেশনের একটি অংশ, যা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য এন্ড-টু-এন্ড সেবা প্রদান করে। এ প্ল্যাটফর্মটি অন্যান্য মাইক্রোসফট ক্লাউড সেবার সঙ্গে সম্পৃক্ত, যার মধ্যে রয়েছে অফিস ৩৬৫। পাওয়ার অ্যাপস, মাইক্রোসফট ফ্লো ও পাওয়ার বিআই সহ নির্দিষ্ট খাতের প্রয়োজন অনুযায়ী এটা কাস্টোমাইজ করা যাবে। 

এ নিয়ে মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের ডায়নামিকস ৩৬৫ -এর  প্রোডাক্ট মার্কেটিং লিড সন্দ্বীপ বসু বলেন, ‘একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন প্রবৃদ্ধির পথে থাকে, তখন তাদের কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়; তাই আমরা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে ভারসাম্য আনতে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছি।’ তিনি আরো বলেন, ‘মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল সল্যুশনের অনন্য সক্ষমতা হলো প্রয়োজন অনুযায়ী সমন্বিত ব্যবসায়িক সমাধান প্রদান এবং একইসঙ্গে সমন্বিতভাবে ক্লাউড সক্ষমতা বাড়াতে  অ্যানালিটিকস, কর্মদক্ষতা বৃদ্ধি এবং আইওটি সল্যুশন প্রদানেওসহায়তা করা। আমাদের প্ল্যাটফর্মটি প্রাযুক্তিকভাবে বেশ নির্ভরযোগ্য, যা বিশ্বব্যাপী  ১ লাখ ৬০ হাজারেরও বেশি প্রতিষ্ঠান এবং লক্ষাধিক ব্যবহারকারীকে সেবা প্রদান করে।’

ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট: www.dynamics.microsoft.com/business-central

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়