ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেশি সময় কাজ করুন, না হলে চলে যান!

প্রকাশিত: ১৯:৩৭, ১৭ নভেম্বর ২০২২   আপডেট: ১৯:৫৫, ১৭ নভেম্বর ২০২২
বেশি সময় কাজ করুন, না হলে চলে যান!

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির কর্মীরা বেশ চাপের মুখে রয়েছেন। টুইটার কার্যালয়ে পা রাখার পরপরই ইলন মাস্ক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন।

এরপর গত সপ্তাহে টুইটার থেকে ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেন তিনি। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটির কর্মীদের বাসায় বসে কাজের সুবিধাও বাতিল করেন ইলন মাস্ক। বাড়িয়ে দেন কর্মঘণ্টা।

চলতি সপ্তাহের শুরুতে টুইটার কর্মীদের দুপুরে ফ্রি খাবারের ব্যবস্থাও বাতিল করা হয়। আর এবার টুইটার কর্মীদের ইলন মাস্ক বলেছেন, অফিসে দীর্ঘ সময় কাজ করতে রাজি থাকতে হবে। অন্যথায় চাকরি ছাড়তে হবে।

এক ই–মেইলে টুইটারের কর্মীদের মাস্ক বলেন, টিকে থাকতে চাইলে কর্মীদের এভাবে কাজ করতে রাজি হতে হবে। আজ বৃহস্পতিবারের মধ্যে যারা নতুন এই নিয়মের চুক্তিতে সই করবেন না, তাদের তিন মাসের বেতন দিয়ে বিদায় করা হবে।

ই-মেইলে মাস্ক আরো বলেন, সাফল্য পেতে টুইটারকে অত্যন্ত কঠোর হতে হবে। কঠোর হওয়ার অর্থ হলো লম্বা সময় ধরে মন দিয়ে কাজ করতে হবে। শুধু ব্যতিক্রমী কাজ দেখাতে পারলেই প্রতিষ্ঠানে টিকে থাকা যাবে।

টুইটার কর্মীদের ওপর মাস্কের মালিকানার কেমন প্রভাব পড়েছে, তা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি দেখেই অনেকে আন্দাজ করেছিলেন। ওই ছবিতে টুইটার সদর দপ্তরের একজন ম্যানেজারকে রাতে অফিসের মেঝেতেই বিছানা পেতে ঘুমাতে দেখা গিয়েছিল।

তথ্যসূত্র: ইনসাইডার

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়