ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

৮৩ জনকে চাকরি দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ২৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:০৫, ২৩ ডিসেম্বর ২০২০
৮৩ জনকে চাকরি দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারি জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি) এর শূন্য পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থী যোগদানে সম্মত হলে ১ বছরের জন্য অন-প্রবেশনে নিয়োগ করা হবে। অন-প্রবেশন উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে।

পদের নাম: সহকারি জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি)।

পদ সংখ্যা: ৮৩টি (কম/বেশি হতে পারে)।

শিক্ষগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল/পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি।

বেতন: অন-প্রবেশন কালীন নির্ধারিত বেতন ২৯,৬০০ টাকা এবং বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি। অন-প্রবেশন শেষে চাকরি নিয়মিতকরণ করা হলে ৩০,৭৯০ টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://brebhr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ২৪ ডিসেম্বর ২০২০ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ৭ জানুয়ারি ২০২১ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের শর্তাবলী: আবেদনের শর্তাবলী জানতে ক্লিক করুন এখানে

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়