ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিক্ষক নেবে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৫, ২৭ ডিসেম্বর ২০২২   আপডেট: ২৩:৩২, ২৭ ডিসেম্বর ২০২২
শিক্ষক নেবে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। শরীয়তপুরে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ২০২২ জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করে।

প্রতিষ্ঠানটি একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগ দেবে। দেশের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

পদের নাম: সহকারী প্রভাষক

পদ সংখ্যা: বাংলা-২, ইংরেজি-২, গণিত-২, আইসিটি-২, উদ্ভিদবিজ্ঞান-১, শারীরিক শিক্ষা-১।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (সমমানের জিপিএ) অনার্সসহ মাস্টার্স/৪ বছরের অনার্স/সমমান সম্পন্নকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। শারীরিক শিক্ষার ক্ষেত্রে যেকোনো বিষয়ে অনার্সসহ বিপিএড কোর্স সম্পন্নকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে, স্কাউটিংয়ে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। আইসিটি বিষয়ের ক্ষেত্রে সিএসই/আইসিটি/আইসিই/আইটি-তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (সমমানের জিপিএ) অনার্সসহ মাস্টার্স/৪ বছরের অনার্স সম্পন্নকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। ৫ জানুয়ারি ২০২৩ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাড়ি ভাড়া, উৎকর্ষ সেবা ভাতা, চিকিৎসা ভাতা, প্রযোজ্য ক্ষেত্রে শ্রেণি তত্ত্বাবধায়ক ভাতা, সেকশন অ্যাডমিন টিচার ভাতা, উত্তরপত্র মূল্যায়ন ভাতা, এক্সট্রা ক্লাস ভাতা ও ইনসেনটিভ বোনাসের সুবিধা। এ ছাড়া কল্যাণ তহবিল ও পেনশন সুবিধা।

পদের নাম: খন্ড: সহকারী প্রভাষক

পদ সংখ্যা: ৫ (বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, অর্থনীতি, ইসলাম শিক্ষা, ফিন্যান্স ও ব্যাংকিং, সমাজবিজ্ঞান)।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (সমমানের জিপিএ) অনার্সসহ মাস্টার্স/৪ বছরের অনার্স/সমমান সম্পন্নকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আইসিটি বিষয়ের ক্ষেত্রে সিএসই/আইসিটি/আইসিই/আইটি-তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (সমমানের জিপিএ) অনার্সসহ মাস্টার্স/৪ বছরের অনার্স সম্পন্নকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। ৫ জানুয়ারি ২০২৩ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাড়ি ভাড়া, উৎকর্ষ সেবা ভাতা, চিকিৎসা ভাতা, প্রযোজ্য ক্ষেত্রে শ্রেণি তত্ত্বাবধায়ক ভাতা, সেকশন অ্যাডমিন টিচার ভাতা, উত্তরপত্র মূল্যায়ন ভাতা, এক্সট্রা ক্লাস ভাতা ও ইনসেনটিভ বোনাসের সুবিধা। এ ছাড়া কল্যাণ তহবিল সুবিধা।

আবেদনের নিয়ম 

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ) শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সহকারী প্রভাষক পদের জন্য ৩০০ টাকা, খন্ড: সহকারী প্রভাষক পদের জন্য ২০০ টাকা আবেদনকারীরা রকেটের (বিলার আইডি: ৪০৩৭; বিল নং: ৬০২৮) মাধ্যমে পরিশোধের ট্রানজেকশন আইডি নম্বর উল্লেখসহ আবেদনপত্র অধ্যক্ষ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর বরাবর আগামী ৫ জানুয়ারি ২০২৩ তারিখ বেলা ২টার মধ্যে মধ্যে কলেজ কার্যালয়ে পৌঁছাতে হবে।

অথবা আবেদনকারীর আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত/সিভি (টাকা পরিশোধের ট্রানজেকশন আইডি ও মোবাইল নম্বরসহ) [email protected] ঠিকানায় মেইল করা যাবে।

আগামী ৬ জানুয়ারি ২০২৩ তারিখ শুক্রবার, সকাল ১০টায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আলাদাভাবে কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না এবং এজন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। মেইলে আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত/সিভি পাঠানো প্রার্থীদের পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) ও জাতীয় পরিচয় পত্রের অনুলিপিসহ এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।

নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক যেকোনো শ্রেণীতে পাঠদান/দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়