প্রাইম ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
প্রাইম ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে লোকবল নেবে ব্যাংকটি। এ পদে আবেদনের জন্য লাগবে না কোনো অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে আবেদন করা যাবে। তবে স্নাতক/স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০ স্কেলে কমপক্ষে ৩.৪০ থাকতে হবে অথবা সিজিপিএ ৫.০০ স্কেলে কমপক্ষে ৪.০০ থাকতে হবে। এছাড়া এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ স্কেলে কমপক্ষে ৪.০০ থাকতে হবে।
৩১ অক্টোবর ২০২৩ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে চূড়ান্তভাবে নির্বাচিতদের প্রশিক্ষণকালীন সময়ে ব্যাংকের বেতন নীতিমালা অনুযায়ী মাসিক বেতন প্রদান করা হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর পদোন্নতি ও সে অনুযায়ী মাসিক বেতন প্রদান করা যাবে।
‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০২৩।
/ফিরোজ/