ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিটন দাসের সেঞ্চুরি

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪২, ১৪ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিটন দাসের সেঞ্চুরি

লিটন দাস

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন।

প্রথম ইনিংসে ওয়ালটনের করা ৩৯৪ রানের জবাবে ব্যাট করছে ইস্ট জোন। বৃহস্পতিবার প্রথম রাউন্ডের তৃতীয় দিনে ব্যাট করতে নামেন লিটন দাস (৬১) ও অলক কাপালি (৩১)। মধ্যাহ্ন বিরতির আগে সেঞ্চুরি তুলে নেন ইস্ট জোনের লিটন দাস। এটা তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি।

২৫১ বলে ১৫টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ১২৮ রান করে আউট হন লিটন।  তাকে আউট করেন ওয়ালটন সেন্ট্রাল জোনের শহীদুল ইসলাম।  লিটন দাস ৩৩৮ মিনিট ক্রিজে ছিলেন। জাতীয় দলের হয়ে লিটন দাস নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও প্রথম শ্রেণির ক্রিকেটে আবারো তিনি নিজের জাত চিনিয়েছেন।

লিটন দাস এর আগে ২৭ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তাতে তার মোট রান ছিল ২ হাজার ২২১। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ১৭৫ রানের। ৭টি সেঞ্চুরির পাশাপাশি তার ১২টি হাফ সেঞ্চুরি রয়েছে।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়