ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতেও বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় দিন

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতেও বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় দিন

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ১৮তম জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীতে স্বাগতিক রাজশাহী ও সিলেট বিভাগের ম্যাচে সোমবার দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে একটিও বল মাঠে গড়ায়নি।

 

বগুড়ায় ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো ম্যাচের দ্বিতীয় দিনও বৃষ্টিতে পণ্ড হয়েছে।

 

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রথম দিনও বৃষ্টির বাগড়ায় মাত্র ২৭.৩ ওভার খেলা হয়েছিল।

 

টস জিত রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট বিভাগ। ৪১ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা।

 

উদ্বোধনী ব্যাটসম্যান মাইশুকুর রহমান পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত হোসেনের বলে অলক কাপালির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ২৬ বলে ১৫ রান করেন মাইশুকুর।

 

আরেক উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ১১ রান করে আবু জায়েদ রাহীর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। দলকে ৯৪ রান পর্যন্ত টেনে নেন জুনায়েদ সিদ্দীক ও ফরহাদ হোসেন। প্রথম দিন থেকে জুনায়েদ ২৬ ও ফরহাদ ৩০ রানে অপরাজিত আছেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৬/পরাগ/আমিনুল 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়