ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেনে নিন বাংলাদেশের কার কয়টা সেঞ্চুরি

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ১ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেনে নিন বাংলাদেশের কার কয়টা সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক : ১৯৯৯ সালে শুরুটা করে দিয়েছিলেন মেহরাব হোসেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মেহরাবের ব্যাট থেকে ওয়ানডে ক্রিকেটে প্রথম শতরান দেখেছিল বাংলাদেশ।

 

আজ তামিম ইকবালের ব্যাটে নিজেদের ৩৬তম সেঞ্চুরি দেখল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তামিম খেলেছেন ১১৮ রানের দুর্দান্ত এক ইনিংস।

 

এটি তামিমের সপ্তম সেঞ্চুরি, যা বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি। ৬টি সেঞ্চুরি নিয়ে এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন তামিম ও সাকিব। এবার রেকর্ডটা এককভাবে নিজের করে নিলেন তামিম।

 

চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের কার কয়টা ওয়ানডে সেঞ্চুরি

খেলোয়াড়         সেঞ্চুরি

তামিম ইকবাল      ৭

সাকিব আল হাসান   ৬

শাহরিয়ার নাফীস     ৪

মুশফিকুর রহিম       ৪

এনামুল হক বিজয়     ৩

মোহাম্মদ আশরাফুল     ৩

মাহমুদউল্লাহ          ২

মেহরাব হোসেন       ১

সৌম্য সরকার        ১

রাজিন সালেহ         ১

নাসির হোসেন         ১

জুনাইদ সিদ্দিক         ১

ইমরুল কায়েস         ১

অলোক কাপালি         ১

 

তামিমের সাত সেঞ্চুরি

রান প্রতিপক্ষ     ভেন্যু   সাল

১২৯ আয়ারল্যান্ড  মিরপুর  ২০০৮

১৫৪ জিম্বাবুয়ে    বুলাওয়ে  ২০০৯

১২৫ ইংল্যান্ড     মিরপুর   ২০১০

১১২ শ্রীলঙ্কা      হাম্বানটোটা ২০১৩

১৩২ পাকিস্তান    মিরপুর   ২০১৫

১১৬* পাকিস্তান   মিরপুর   ২০১৫

১১৮ আফগানিস্তান  মিরপুর   ২০১৬

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ অক্টোবর ২০১৬/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়