ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কোয়ার্টারে চোখ রেখে রাতে খেলবে ব্রাজিল-পেরু

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২২ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোয়ার্টারে চোখ রেখে রাতে খেলবে ব্রাজিল-পেরু

ক্রীড়া ডেস্ক: কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে আজ রাতে পেরুর মুখোমুখি হচ্ছে স্বাগতিক ব্রাজিল। সাও পাওলোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। ম্যাচে দুই দলের লক্ষ্য একটাই, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা।

দুই দলই এখন পর্যন্ত জিতেছে একটি করে ম্যাচ আর ড্র করেছে একটি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারানোর পর ভেনেজুয়েলার বিপক্ষে গোলশুন্য ড্র করে আটবারের চ্যাম্পিয়নরা। এ ম্যাচে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছিল কৌতিনহো, আলভেজদের। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ১-২ গোলের হারের পর আর কোন ম্যাচ হারেনি ব্রাজিল। অপরাজিত আছে সর্বশেষ ১২ ম্যাচে।

অপরদিকে পেরু প্রথম ম্যাচে ভেনেজুয়েলার সাথে গোলশুন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে হারিয়েছে ৩-১ গোলে। কোপা আমেরিকায় নিজেদের সর্বশেষ সাত ম্যাচে অপরাজিত পেরু যা তাদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।

গত ম্যাচে ইনজুরি কাটিয়ে দলে ফেরা আর্থারকে নিয়েই আবারো দল সাজানোর সম্ভাবনা বেশি তিতের। বদলি হিসেবে নেমে ভালো পারফর্ম করা এভারটন দলে ঢুকতে পারেন দাভিদ নেরেসের জায়গায়। লিভারপুলে ভালো ফর্মে থাকলেও ব্রাজিল এর জার্সি গায়ে গত দুই ম্যাচে রবার্তো ফিরমিনো ছিলেন নিজের ছায়া হয়ে। তার বদলে একাদশে ঢুকতে পারেন গ্যাব্রিয়েল জেসুস।

হেড টু হেড
সব ধরনের প্রতিযোগিতায় পেরুর বিপক্ষে সর্বশেষ ১৮ ম্যাচের মাত্র একটিতে হেরেছে ব্রাজিল। অবশ্য সেই হারের ক্ষত এখনো দগদগে সেলেসাও সমর্থকদের মনে। ২০১৬ কোপা আমেরিকায় সেবার পেরুর বিপক্ষে হেরে তিন দশকে প্রথমবার গ্রুপ পর্বে বাদ পড়ে ব্রাজিল।

কোপা আমেরিকায় সর্বশেষ ১৭ ম্যাচে পেরুর বিপক্ষে মাত্র তিনবার হেরেছে ব্রাজিল। ৩৪ গোল করার বিপরীতে হজম করেছে ১৩ টি।

ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকায় সর্বশেষ দুই অ্যাওয়ে ম্যাচে অপরাজিত পেরু যদিও সেগুলো এসেছিল ১৯৭৫ ও ১৯৮৯ সালে।

দুই দলের সম্ভাব্য লাইনআপঃ
পেরু: গাইয়েসে, আদবিনকুলা, সামব্রানো, আব্রাম, ত্রাউকো, ইউতুন, তাপিয়া, পোলো, ফারফান, কুয়েবা, গেররেরো।

ব্রাজিল: অ্যালিসন; আল্ভেস, মারকিনহোস, সিল্ভা, লুইস; ক্যাসেমিরো, আর্থার; রিচার্লিসন, কৌতিনহো, এভারটন, জেসুস।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৯/নুরুল/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়