ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ব্যাটসম্যানদের দুষলেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাটসম্যানদের দুষলেন মাহমুদউল্লাহ

প্রথম ম্যাচে তাও লড়াই করতে পেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সেটাও পারেনি। দুই বিভাগেই স্রেফ উড়ে গেছে। হারের জন্য ব্যাটসম্যানদের দুষলেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

লাহোরে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সফরকারীদের করা ১৩৬ রান স্বাগতিকরা পেরিয়ে যায় ২০ বল হাতে রেখেই।

প্রথম ম্যাচে উইকেট ছিল মন্থর। রান করা ছিল কঠিন। ম্যাচ শেষে দুই দলের অধিনায়কই উইকেটের সমালোচনা করেছিলেন। 

দ্বিতীয় ম্যাচের উইকেট অন্তত প্রথমটার চেয়ে ভালো ছিল। মাহমুদউল্লাহ তাই এবার উইকেটের অজুহাত দিলেন না। বরং এবার কাঠগড়ায় তুললেন ব্যাটসম্যানদের।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ বলেন, ‘হেরে হতাশ। তামিম ছাড়া আমরা কেউই ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আমাদের ১৫০-১৬০ রান করা উচিত ছিল।’

বাংলাদেশ অধিনায়ক কৃতিত্ব দিলেন পাকিস্তানি বোলারদেরও, ‘ওদের বোলারদের কৃতিত্ব দিতে হবে। আমরা ভালোভাবে শেষ করতে পারিনি (ব্যাটিং)।’

শেষ ম্যাচে একাধিক পরিবর্তনের আভাসও দিয়েছেন মাহমুদউল্লাহ, ‘পরিবর্তন আসবে কি না, নিশ্চিত না। হয়তো আমরা কিছু রিজার্ভ খেলোয়াড়কে চেষ্টা করে দেখতে পারি। তবে আমাদের শক্তভাবে ফিরে এসে জেতার চেষ্টা করতে হবে।’

সোমবার একই মাঠে শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে নামবে বাংলাদেশ দল।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়