ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অর্থমন্ত্রীর নামে হচ্ছে সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্স

রফিকুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ১৫ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অর্থমন্ত্রীর নামে হচ্ছে সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্স

সিলেট ক্রীড়া কমপ্লেক্স (ছবি : কামাল)

নিজস্ব প্রতিবেদক, সিলেট : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নামে নামকরণ করা হচ্ছে সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্সের। ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

মঙ্গলবার এ ব্যাপারে সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহীউদ্দিন সেলিম।

 

প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্স গত বছরের নভেম্বরে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মূলত তার প্রচেষ্টাতেই এই ক্রীড়া কমপ্লেক্স নির্মিত হয়।

 

এই ক্রীড়া কমপ্লেক্সে রয়েছে ব্যাডমিন্টন কোর্ট, জিমনেসিয়াম, কাবাডি কোর্ট, ফুটবল মাঠ, আবাসিক হোস্টেল, লং টেনিস কোর্ট, অভ্যন্তরীণ সড়ক প্রভৃতি।

 

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহীউদ্দিন সেলিম জানান, অর্থমন্ত্রীর নামে ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করার সিদ্ধান্ত হয়ে গেছে। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

 

 

 

রাইজিংবিডি/সিলেট/১৫ জুন ২০১৫/রফিকুল ইসলাম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়