ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেট জেলা স্টেডিয়াম যেন উত্তাল জনসমুদ্র!

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ১৬ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেট জেলা স্টেডিয়াম যেন উত্তাল জনসমুদ্র!

সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত দর্শকবৃন্দ

রফিকুল ইসলাম কামাল, সিলেট জেলা স্টেডিয়াম থেকে : সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। রোববার বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। ফাইনালে যাওয়ার এই মহারণ দেখতে সিলেট জেলা স্টেডিয়ামে জড়ো হয়েছেন হাজার হাজার দর্শক। আয়োজকদের তথ্যানুসারে, প্রায় ২০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের গ্যালারি এখন প্রায় পূর্ণ হয়ে গেছে।

তবে থামছে না দর্শক স্রোত। স্টেডিয়ামের বাইরের দুটি সূত্র জানিয়েছে, স্টেডিয়ামে ঢোকার জন্য দর্শকদের দীর্ঘ সারি তৈরী হয়েছে বাইরে। সবমিলিয়ে বাংলার কিশোরদের দাপট দেখতে সিলেট জেলা স্টেডিয়াম যেন উত্তাল জনসমুদ্রে পরিণত হয়েছে! ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে আছে গোটা স্টেডিয়াম। শাওন-নিপুরা একেকটা আক্রমণ শানাচ্ছেন দর্শকরা উল্লাসে মাতোয়ারা হয়ে উঠছেন।

এদিকে ফাইনালে যাওয়ার লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধের ৩৮ মিনিটে পেনাল্টি মিস করেছে আফগানিস্তান। তাদের অধিনায়ক অমিদ হায়দার সানে বল পোস্টে না রেখে উপর দিয়ে মেরেছেন! এ ম্যাচের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড অপরিবর্তিত থাকলেও আফগান স্কোয়াডে এসেছে কয়েকটি পরিবর্তন।

এদিকে অপর সেমিফাইনালে সন্ধ্যা ৭টায় একই ভেন্যুতে মুখোমুখি হবে ভারত ও নেপাল।

 

 

 


রাইজিংবিডি/সিলেট/১৬ আগস্ট ২০১৫/রফিকুল ইসলাম কামাল/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়