ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

ফাইনালে লিভারপুলকে আন্ডারডগ মানতে রাজি নন ক্লপ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২০ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফাইনালে লিভারপুলকে আন্ডারডগ মানতে রাজি নন ক্লপ

ইয়ুর্গেন ক্লপ

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ফেবারিট মনে করছেন ইয়ুর্গেন ক্লপ। তবে লিভারপুল কোচ নিজের দলকে আন্ডারডগ মানতে রাজি নন।

আগামী শনিবার ইউক্রেনের কিয়েভে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল।

শেষ দুই আসরেই শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ‘লস ব্ল্যাঙ্কোস’রা শেষ পাঁচ মৌসুমে চতুর্থ শিরোপার খোঁজে। অন্যদিকে লিভারপুল ২০০৭ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে।

২০১৩ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যাওয়া বরুসিয়া ডর্টমুন্ডের কোচ ছিলেন ক্লপ। এবার লিভারপুলের কোচ হিসেবে শিরোপাটা তিনি হাতছাড়া করতে চান না।

ক্লপ অনুপ্রেরণা নিচ্ছেন ২০০৫ সালের ফাইনাল থেকে। ইস্তানবুলের সেই ফাইনালে এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে পড়েও টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল।

ফাইনাল নিয়ে ক্লপ বলেছেন, ‘হ্যাঁ রিয়াল মাদ্রিদ ফেবারিট। তারা সবকিছুই জানে। তারা তাদের নিজস্ব পাণ্ডুলিপি লিখতে পারে। কারণে শেষ পাঁচ বছরে চারবার এটির অভিজ্ঞতা তাদের আছে।’

‘গত কয়েক বছর ধরে তিনটি ক্লাব আধিপত্য করছে। তাদের একটির মুখোমুখি হচ্ছি আমরা। পরিস্থিতি নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমাদের আন্ডারডগ মনে করি না আমি। ২০০৫ সালেও লিভারপুল ফেবারিট ছিল না, ৩-০ গোলে পিছিয়ে পড়ার আগেও নয়’-  যোগ করেন লিভারপুল কোচ।

নিজের দলকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসীও ক্লপ, ‘আমরা ভালো অবস্থানে আছি। রিয়াল মাদ্রিদ তিন বছরে তিনটি শিরোপা জিততে চাইবে। কিন্তু আমরা লিভারপুল। এটা ভুলে গেলে চলবে না। ফাইনালে যেকোনো কিছুই সম্ভব।’



রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়