ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিষেকের বছরেই চেলসির ‘বর্ষসেরা’ পালমার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ৮ মে ২০২৪   আপডেট: ১২:৪৫, ৮ মে ২০২৪
অভিষেকের বছরেই চেলসির ‘বর্ষসেরা’ পালমার

চলতি মৌসুমেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে চেলসিতে যোগ দেন কোল পালমার। আর অভিষেকের বছরেই দুর্দান্ত খেলে সবার মন জয় করে নিয়েছেন এই তরুণ। তার ফলস্বরূপ জিতে নিলেন চেলসির বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি।

মঙ্গলবার (৭ মে) স্ট্যামফোর্ড ব্রিজে জমকালো ‘সিএফসি অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে পালমারকে বছরের সেরা খেলোয়াড়দের স্বীকৃতি জানায় চেলসি। এছাড়াও ক্লাব সতীর্থদের ভোটে নির্বাচিত হয়েছেন পুরুষ বিভাগে বর্ষসেরা খেলোয়াড়। 

আরো পড়ুন:

চলতি মৌসুমে নিজেকে চিনিয়েছেন পালমার।  ৪৫টি ম্যাচে নেমে গোল করেছেন ২৬টি, প্রিমিয়ার লিগে ২১টি।  গোলে সহায়তা করেছেন ১৩টি।  শীর্ষ গোলদাতার তালিকায় তার সামনে আছেন কেবল সাবেক সতীর্থ আরালিং হালান্ড। ২৫ গোল নিয়ে শীর্ষে অবস্থান হালান্ডের। 

২২ বছরের পালমার জায়গা পেয়েছেন ইংল্যান্ড জাতীয় দলেও। আসছে ইউরোতে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ অপেক্ষা করছে তার জন্য।  তাতে মিলতে পারে আরও বড় পুরস্কারও।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়