ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে ভাসমান অবস্থায় ২১ জেলেকে উদ্ধার: ট্রলার মালিক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ৮ মে ২০২৪   আপডেট: ২২:৫৪, ৮ মে ২০২৪
কক্সবাজারে ভাসমান অবস্থায় ২১ জেলেকে উদ্ধার: ট্রলার মালিক

উদ্ধার হওয়া কয়েকজন জেলে

বঙ্গোসাগরের কক্সবাজার অংশে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের ২১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খুরুশকুলের রাস্তার মাথা পুরাতন ঘাট এলাকা থেকে তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। ট্রলারটির মালিক নেজাম উদ্দিন এতথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

আরও পড়ুন: বঙ্গোপসাগর উপকূলে লবণবোঝাই ২০ ট্রলার ডুবি, নিখোঁজ ৭০

নেজাম উদ্দিন জানান, কয়েকদিন আগে তার মালিকানাধীন ট্রলার ‌‘এফবি নেজামে’ করে ২১ জেলে মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে যান। আজ বুধবার দুপুরে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। জেলেরা জাতীয় জরুরি ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চান। ওই পরিষেবা ট্যুরিস্ট পুলিশকে বিষয়টি জানায়। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার উপকূল থেকে ১০ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে খোঁজাখুঁজি করেও জেলেদের সন্ধান পায়নি। পরে রাতে খুরুশকুলের রাস্তার মাথা পুরাতন ঘাট এলাকা থেকে জেলেদের ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়