নতুন খেলা ‘ডিউবল’ প্রতিযোগিতা মঙ্গলবার শুরু
পেসাপালো, থ্রোবল, বেসবল, সফটবলের পর বাংলাদেশে শুরু হওয়া আরেকটি নতুন খেলার নাম ‘ডিউবল’। যেটা বাস্কেটবল ও হ্যান্ডবল খেলার সমন্বিত রূপ। ৪০ বাই ২৪ গজ আকৃতির মাঠে ৩০ মিনিটে এই খেলা অনুষ্ঠিত হয়। দলে ১০ জন খেলোয়াড় থাকলেও মাঠে গোলরক্ষকসহ খেলতে পারেন ৭ জন।
গেল বছরের শুরুতে দেশে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশন (ডিবিএ)। মার্চে স্বাধীনতা দিবস ডিউবল প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে তারা নিজেদের জানান দেয়। এরপর আরো কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করে তারা।
এবার ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার থেকে তারা শুরু করতে যাচ্ছে ‘ওয়ালটন রেফ্রিজারেটর উন্মুক্ত ডিউবল প্রতিযোগিতা-২০২০ (নারী ও পুরুষ)।’ ৬টি পুরুষ ও ৪টি নারী দল নিয়ে পল্টনস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ রোববার রোলার স্কেটিং ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিউবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহম্মেদ আসিফুল হাসান ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিএম শহীদুজ্জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয় পুরুষ বিভাগে অংশ নিতে যাওয়া ৬টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপ থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে। আর দুটি দল খেলবে ফাইনাল। আর নারী বিভাগের চারটি দলকে নিয়ে সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে প্রতিযোগিতা। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া প্রত্যেক দলকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে জার্সি দেওয়া হবে।
পুরুষ বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে ‘ক’ গ্রুপে রয়েছে বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব, নসরুল হামিদ স্পোর্টস একাডেমি ও নাসরিন স্পোর্টিং ক্লাব। ‘খ’ গ্রুপে রয়েছে রাজধানী স্পোর্টিং ক্লাব, সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব ও জে.এম যুব সংঘ। নারী বিভাগে অংশ নিতে যাওয়া চারটি দল হল বাংলাদেশ জুটমিলন কর্পোরেশন (বিজেএমসি), নসরুল হামিদ স্পোর্টস একাডেমি, বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব ও ডিউবল ট্রেনিং সেন্টার।
সংবাদ সম্মেলনে ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশের অন্যতম নতুন খেলা ডিউবল। আসলে প্রত্যেকটি খেলাই প্রথমে নতুন থাকে। এরপর আস্তে আস্তে পরিচিতি পায়। থ্রোবল, পেসাপালো, বেসবল, সফটবল খেলা এক সময় নতুন ছিল। সেগুলো আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে। নতুন খেলা হিসেবে ডিউবলকে এগিয়ে নিতেই এর সঙ্গে আমরা সম্পৃক্ত হয়েছি। আমরা ওয়ালটন পরিবার মনে করি নতুন নতুন খেলা প্রচলনের মাধ্যমে তরুণদের এর সঙ্গে বেশি বেশি সম্পৃক্ত করা যাবে। তাতে তরুণ-তরুণীরা মাদক ও অন্যান্য খারাপ প্রবৃত্তি থেকে দূরে থাকতে পারবে। এই খেলাটি যেহেতু কয়েকটি খেলার মিশেলে হয়, তাই আশা করছি একটা সময় ভালো জনপ্রিয়তা পাবে। আমি এই টুর্নামেন্টের সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।’
সাধারণ সম্পাদক বিএম শহীদুজ্জামান বলেন, ‘ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ। নতুন খেলা হওয়া সত্ত্বেও তারা ডিউবলে পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে এসেছে। সে জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। ডিউবল নতুন খেলা। আশা করছি সবার সহযোগিতার মাধ্যমে এটা আস্তে আস্তে জনপ্রিয়তা পাবে। এক্ষেত্রে প্রচার-প্রচারণ দরকার। মিডিয়ার সাপোর্ট দরকার। আশা করছি সবার কাছ থেকে সমর্থন পাব।’
এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।
ঢাকা/আমিনুল
রাইজিংবিডি.কম