RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৯ ১৪২৭ ||  ০৭ রবিউল আউয়াল ১৪৪২

সুয়ারেজকে বিদায়ের সিদ্ধান্ত আমার নয়, ক্লাবের: কোমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২০  
সুয়ারেজকে বিদায়ের সিদ্ধান্ত আমার নয়, ক্লাবের: কোমান

বার্সেলোনার কোচ হওয়ার পর পর রোনাল্ড কোমান জানিয়ে দেন, ভবিষ্যৎ পরিকল্পনায় নেই লুইস সুয়ারেজ। শেষ পর্যন্ত কাতালানদের সঙ্গে ছয় মৌসুমের সম্পর্ক ছিন্ন করে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন উরুগুয়ান স্ট্রাইকার। বার্সেলোনার সর্বকালের তৃতীয় শীর্ষ গোলদাতার এই বিদায়ের জন্য ডাচ কোচকে দায়ী করছেন সতীর্থ-ভক্তরা। কিন্তু সুয়ারেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত তার নয়, ক্লাবের বললেন কোমান।

সুয়ারেজকে ‘ছুড়ে ফেলে দেওয়ায়’ বোর্ডের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন লিওনেল মেসি। এমনটা তার প্রাপ্য ছিল না বলে জানান আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে নতুন কোচের দাবি, যতটুকু সময় সুয়ারেজকে পেয়েছেন তাকে তাকে সম্মান করেছেন। তাকে নিয়োগ দেওয়ার আগেই উরুগুয়ান স্ট্রাইকারের ব্যাপারে ক্লাব সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল বলে কোমান জানালেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে ডাচ কোচ বলেছেন, ‘দেখে মনে হচ্ছে আমি এই সিনেমার খলনায়ক। কিন্তু ব্যাপারটা তা নয়। আমি লুইসকে খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে সম্মান করেছি, একদম প্রথম দিন থেকে। আমি সবসময় বলেছিলাম তাকে ম্যাচে সময় দেওয়াটা কঠিন হবে কিন্তু সে থাকলে দলের অংশ হয়ে থাকবে। আমি এটা ক্লাবকেও বলেছিলাম।’

সুয়ারেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তে তার সঙ্গে ক্লাবও ছিল বলেছেন কোমান, ‘কিন্তু এই সিদ্ধান্তটা ক্লাব নিয়েছে। কোচ হিসেবে আসার আগে ক্লাব কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এখানে তরুণ খেলোয়াড়রা আছে। এই সিদ্ধান্ত আমি একা নেইনি, ক্লাবও সঙ্গে ছিল।’

ছয় বছরের বন্ধুর চলে যাওয়ায় মেসির ক্ষোভ নিয়ে মাথাব্যথা নেই কোমানের। বরং এটা স্বাভাবিক মনে করছেন বার্সা কোচ, ‘অনেক বছর ধরে একসঙ্গে থাকার পর একজন বন্ধু ক্লাব ছেড়ে গেলে কোনও খেলোয়াড়ের কষ্ট হবে, এটা আমার কাছে স্বাভাবিক। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ট্রেনিং ও ম্যাচে মেসি কেমন করছে। ট্রেনিংয়ে প্রত্যেকের কাছে একজন দৃষ্টান্ত। আমার কাছে একদিনও তাকে মনে হয়নি যে কোনও কষ্টে আছে সে। লিওকে নিয়ে আমার কোনও সংশয় নেই।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়