Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৮ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪২৮ ||  ০৫ শাওয়াল ১৪৪২

সড়কে প্রাণ গেলো বিশ্বকাপ খেলা দ. আফ্রিকান ফুটবলারের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ২৩ নভেম্বর ২০২০  
সড়কে প্রাণ গেলো বিশ্বকাপ খেলা দ. আফ্রিকান ফুটবলারের

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ খেলা ডিফেন্ডার আনেলে এনজিকঙ্কা। তার প্রিমিয়ার সকার লিগ ক্লাব আমাজুলু এ খবর দিয়েছে।

২০১০ সালের বিশ্বকাপের স্বাগতিক দলের হয়ে খেলেছিলেন এনজিকঙ্কা। ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে একাদশে ছিলেন তিনি। জাতীয় দলে সাত বছরে খেলেছেন ৫৩ ম্যাচ। শেষবার তাকে দক্ষিণ আফ্রিকার জার্সিতে দেখা গিয়েছিল ২০১৬ সালে।

বেলজিয়ান ক্লাব গেঙ্কের হয়ে ৯ মৌসুম পার করেছেন এনজিকঙ্কা। দলটির হয়ে খেলেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, সব মিলিয়ে তাদের হয়ে খেলেছেন ২৭৯ ম্যাচ। 

২০১৫ সালে গেঙ্কের শতাব্দীর সেরা দলে রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়া ও ম্যানসিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার সঙ্গে জায়গা পান এই রাইট ব্যাক।

ডারবানের ৫০ কিলোমিটার উত্তরে এনটু মহাসড়কে নিয়ন্ত্রণ হারানোর গাড়ির যাত্রী ছিলেন ৩৩ বছর বয়সী এনজিকঙ্কা। বিধ্বস্ত গাড়িটি থেকে ৩০ মিটার দূরে পড়ে ছিল এই ফুটবলারের নিথর দেহ। তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্বাস্থ্যকর্মীরা। গাড়ির নারী চালক সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়