ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

উইন্ডিজ ‘বি দল’ আসছে ভাবলে বড় ভুল হবে: আকরাম খান 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ৯ জানুয়ারি ২০২১   আপডেট: ১৭:০৮, ৯ জানুয়ারি ২০২১
উইন্ডিজ ‘বি দল’ আসছে ভাবলে বড় ভুল হবে: আকরাম খান 

কিয়েরন পোলার্ড-জেসন হোল্ডারসহ দলের বেশকয়েকজন নিয়মিত সদস্যকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার সকালে তাদের ঢাকা পোঁছানোর কথা রয়েছে। প্রথমসারির অনেক তারকা ক্রিকেটার না থাকায় এটিকে দ্বিতীয়সারির দলও বলা হচ্ছে। তবে এটা মানতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে উইন্ডিজ দল নিয়ে এক প্রতিক্রিয়ায় আকরাম জানান, উইন্ডিজকে বি দল ভাবলে বড় ভুল হবে। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের যে দল, ওদের কিন্তু মান অনেক ভালো। ব্যাকআপ খেলোয়াড় অনেক ভালো। আপনি যদি মনে করেন 'বি' দল আসছে তাহলে আমাদের জন্য অনেক বড় ভুল হবে।’

করোনাভাইরাস মহামারিতে উদ্বেগের কারণে ওয়েস্ট ইন্ডিজের ১০ জন খেলোয়াড় বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ালেন। তাদের মধ্যে আছেন টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, সীমিত ওভারের অধিনায়ক কিয়েরন পোলার্ড ও টেস্ট সহঅধিনায়ক রোস্টন চেজ।

এছাড়া ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, শেল্ডন কোট্রেল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান ও শিমরন হেটমায়ার করোনায় উদ্বেগ কিংবা ব্যক্তিগত আশঙ্কা থেকে এই সফরে আসছেন না। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন ও উইকেটকিপার-ব্যাটসম্যান শেন ডউরিচ।

সতর্ক আকরাম আরও বলেন, ‘আমরা টিম (প্রতিপক্ষ) নিয়ে চিন্তা করছিনা। আমরা আমাদের শক্তির জায়গা নিয়ে চিন্তা করছি। এ ছাড়া অনেকদিন পর আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাবো। ওরা কিন্তু আমাদের চেয় এগিয়ে আছে, দুই-তিনটা সিরিজ খেলেছে। কিন্তু কোভিডের জন্য আমরা কিন্তু খেলতে পারিনি। সো এগুলো নিয়ে ভাবছি, আশা করছি  ক্রিকেটাররা ফর্মে ফিরে আসবে।‘

হোল্ডারের অনুপস্থিতিতে ওপেনিং ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েট টেস্ট দলের নেতৃত্ব দেবেন। ২০১৮ সালের বাংলাদেশ সফরেও তার নেতৃত্বে টেস্ট খেলেছিল ক্যারিবিয়ানরা। ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছেন সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলা জেসন মোহাম্মদ।

আগামী ১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। ২০ জানুয়ারি মিরপুরে হবে প্রথম ওয়ানডে। ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচটি খেলে তারা যাবে চট্টগ্রামে। ২৫ জানুয়ারি শেষ ওয়ানডে ৩ ফেব্রুয়ারি প্রথম টেস্ট হবে সেখানে। ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরবে দুই দল।

টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহঅধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়নে মোজলে, বীরাস্যামি পার্মল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিকান।

ওয়ানডে দল: জ্যাসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আম্ব্রিস (সহঅধিনায়ক), এনক্রুমাহ বোনার, জোশুয়া ডা সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকক্যার্থি, কেওর্ন ওটলে, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়