ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ম্যানসিটির সাফল্যের রহস্য কী

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২১
ম্যানসিটির সাফল্যের রহস্য কী

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। সবধরণের প্রতিযোগিতায় টানা ১৯ ম্যাচ ধরে জয়ের ধারায় আছে ক্লাবটি। সর্বশেষ বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) শেষ ষোলোর প্রথম লেগের খেলায় ২-০ গোলে বরুশিয়া মনচেনগ্লাডবাককে হারিয়েছে ম্যানসিটি। ক্লাবটির এমন সাফল্যের রহস্য কী?

ম্যানসিটি কোচ পেপ গার্দিওয়ালা কোনো রাখডাক না রেখে জানিয়ে দিলেন, প্রচুর অর্থ ম্যানসিটির সাফল্যের রহস্য। তিনি বলেন, ‘অবিশ্বাস্য খেলোয়াড়দের কেনার জন্য আমাদের অনেক টাকা রয়েছে।’ মনচেনগ্লাডবাককে হারানোর পর সাফল্যের রহস্য নিয়ে এক প্রশ্নে এমন মন্তব্য করেন গার্দিওয়ালা।

তিনি বলেন, ‘এটা সত্য ভালোমানের দক্ষ ফুটবলার ছাড়া আমরা এটা পারতাম না। খেলোয়াড়রা দারুণ, একে অপরের সঙ্গে তাদের দারুণ বোঝাপড়া। তারা প্রতিটা ম্যাচই খেলে জয়ের জন্য।‘

আবুধাবির তেল গ্যাস ব্যাবসায়ীর মালিকানায় যাওয়ার পর থেকেই প্রচুর অর্থ ঢেলে বারবার শিরোনামে এসেছে ম্যানসিটি। দলটির কোচও যখন যেভাবে যাকে চেয়েছেন কিনতে পেরেছেন। অর্থ কখনো তাদের সমস্যা হয়নি। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়ার পর তার জন্যও দৌড়ঝাঁপ শুরু করে ম্যানসিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে (এইপিএল) সবার ওপরে আছে দলটি। চার বছরের মধ্যে তৃতীয় লিগ শিরোপার দিকে চোখ ম্যানসিটির। ২৫ ম্যাচে ১৮ জয়ে ৫৯ পয়েন্টি নিয়ে সবার ওপরে আছে পেপ গার্দিওয়ালার দল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড সমান ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

ইউসিএলের চলতি মৌসুমেও ম্যানসিটি অন্যতম ফেবারিট।  দলটি উঠেছে কারাবাও কাপের ফাইনালে। এ আসর জিতলে টানা চতুর্থ বার কারাবাও কাপের ট্রফি জিতবে ম্যানসিটি।  এ ছাড়া এফ এ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইতিমধ্যে। সবকিছু মিলিয়ে সময় এখন ম্যানসিটির।

গত ২০ বছরে ক্লাবটি খেলোয়াড় কেনার জন্য ২ বিলিয়ন পাউন্ড খরচ করেছে। আবু ধাবির তেল গ্যাস ব্যাবসায়ী শেখ মনসুর ২০০৮ সালে ক্লাবটি কেনেন। ২০১৬ সালে ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর ৭০০ মিলিয়ন পাউন্ড খরচ করেন গার্দিওয়ালা।  

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়